শিরোনাম :
শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল উত্তরের অচেনা বিস্ফোরণ: লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৩ কারামুক্তির পর পর্দায় ফেরার বার্তা: ‘জ্বীন-৩’ দিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে গুরুত্বপূর্ণ চীন সফরে জাতীয় সমাবেশে জামায়াতের বার্তা: ৭ দফা দাবিতে বড় গণসমাবেশের প্রস্তুতি বাস রুট পারমিট নিয়ে ঢাকার পরিবহন খাতে অস্থিরতা, সিদ্ধান্তহীনতায় আরটিসি বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, অচল জনজীবন নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি: পাকিস্তানে অভিনেত্রী হুমাইরা আসগরের পচনধরা লাশ উদ্ধার ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া, হতাশ মিরাজ জানালেন ভবিষ্যৎ প্রত্যাশা পুনরায় মহাসংঘর্ষ: রিয়াল-পিএসজির দ্বৈরথে আজ ইতিহাস লিখবে কে?

চেলসির পেদ্রোর বাজিমাত, সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে বিদায় দিয়ে ফাইনালে ইংলিশ জায়ান্টরা

আজকের খবর ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৩ বার
চেলসির পেদ্রোর বাজিমাত, সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে বিদায় দিয়ে ফাইনালে ইংলিশ জায়ান্টরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ । আজকের খবর ডেস্ক । আজকের খবর অনলাইন

বিশ্বকাপের মঞ্চে যিনি শুরুতেই ছিলেন না, তিনি-ই শেষ মুহূর্তে এসে হয়ে উঠলেন চেলসির নায়ক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর জোড়া গোলে সাবেক ক্লাব ফ্লুমিনেন্সকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ইংলিশ ক্লাব চেলসি। নিউইয়র্কের বিখ্যাত মেটলাইফ স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে ২০২১ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

চেলসির হয়ে দ্বিতীয়বারের মতো মাঠে নামা পেদ্রোর জন্য ম্যাচটি ছিল এক অর্থে আবেগের। কেননা প্রতিপক্ষ ছিল তারই শৈশবের ক্লাব ফ্লুমিনেন্স। ফুটবলার হিসেবে যার হাতেখড়ি এই ক্লাবেই। কিন্তু পেশাদারিত্বের খাতিরে আবেগকে পাশে সরিয়ে রেখে চেলসির জার্সিতেই বাজিমাত করলেন তিনি। ম্যাচের ১৮ মিনিটে চেলসিকে এগিয়ে দেন বাঁ পায়ের দুর্দান্ত এক শটে, যা ফ্লুমিনেন্সের রক্ষণভাগ ও গোলরক্ষক—দুজনকেই ছিন্নভিন্ন করে জড়ায় জালে।

গোল করেই পেদ্রো জানিয়ে দেন, এটি উদযাপনের নয়, স্মৃতিমাখা এক বেদনার মুহূর্ত। দুই হাত উপরে তুলে নিঃশব্দে ক্ষমা চাইলেন যেন! সাবেক ক্লাবের বিপক্ষে কোনো উল্লাসে মাতেননি এই তরুণ তারকা।

প্রথমার্ধে অবশ্য সমতা ফেরানোর বেশ কিছু চেষ্টা চালায় ব্রাজিলিয়ান ক্লাবটি। ম্যাচের ২৫ মিনিটে এরকুলেসের এক ভয়ংকর শট গোললাইনে এসে ঠেকিয়ে দেন চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। এরপর ৩৫ মিনিটে একটি বিতর্কিত পেনাল্টির আবেদন নাকচ হয়ে যায় ভিএআর দেখে। ফ্লুমিনেন্সের মাঝমাঠের রেনের সেটপিস গিয়ে লাগে চেলসির ডিফেন্ডার চালোবাহর হাতে, তবে রেফারি সিদ্ধান্ত নেন বলটি ইচ্ছাকৃত হ্যান্ডবল ছিল না। ফলে হতাশ হয়েই বিরতিতে যেতে হয় ফ্লুমিনেন্সকে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে তারা, কিন্তু পেদ্রোর দ্বিতীয় গোল সব আশায় জল ঢেলে দেয়। অধিনায়ক এনজো ফের্নান্দেজের নিখুঁত পাস থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি, নিশ্চিত করে দেন চেলসির জায়গা ফাইনালে।

চেলসির জন্য এটি হবে তাদের তৃতীয় ক্লাব বিশ্বকাপ ফাইনাল। ২০১২ সালে করিন্থিয়ান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হলেও ২০২১ সালের ফাইনালে পালমেইরাসকে হারিয়ে তারা জিতেছিল তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। এবার তারা সেই মঞ্চে আবারও দাঁড়িয়েছে, তবে ভিন্ন প্রেক্ষাপটে।

কারণ, চলতি মৌসুমে চেলসির পারফরম্যান্স একদমই প্রত্যাশা অনুযায়ী ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগে মধ্যম সারির অবস্থান, ঘরোয়া কাপ টুর্নামেন্টগুলোতে হতাশাজনক বিদায় এবং কনফারেন্স লিগে একমাত্র ট্রফি—সব মিলিয়ে এটি ছিল চেলসির জন্য এক বিবর্ণ মৌসুম।

তবে ফিফার নতুন কাঠামোর আওতায় ৩২ দলের ক্লাব বিশ্বকাপে চেলসি যেন ফিরে পেয়েছে নতুন জীবন। সেমিফাইনালের জয়ে তারা শুধুই ফাইনালে ওঠেনি, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বকেও তুলে ধরেছে। কারণ, টানা ১৩তম বারের মতো ফাইনালে উঠেছে কোনো ইউরোপীয় ক্লাব, এবারও ব্যতিক্রম নয়। দ্বিতীয় সেমিফাইনালেও মুখোমুখি দুটি ইউরোপীয় দল।

সবশেষে, কোচ এনজো মারেস্কার দল এখন শুধুই এক কদম দূরে বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্ব ছোঁয়ার। এবার আর হয়তো তারা কোনো ছাড় দিতে রাজি নয়। পেদ্রোর সেই দুই গোল শুধু একটা ম্যাচ নয়, চেলসির এক মর্যাদার ফেরার গল্প হয়ে রইল।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫