শিরোনাম :
শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল উত্তরের অচেনা বিস্ফোরণ: লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৩ কারামুক্তির পর পর্দায় ফেরার বার্তা: ‘জ্বীন-৩’ দিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে গুরুত্বপূর্ণ চীন সফরে জাতীয় সমাবেশে জামায়াতের বার্তা: ৭ দফা দাবিতে বড় গণসমাবেশের প্রস্তুতি বাস রুট পারমিট নিয়ে ঢাকার পরিবহন খাতে অস্থিরতা, সিদ্ধান্তহীনতায় আরটিসি বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, অচল জনজীবন নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি: পাকিস্তানে অভিনেত্রী হুমাইরা আসগরের পচনধরা লাশ উদ্ধার ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া, হতাশ মিরাজ জানালেন ভবিষ্যৎ প্রত্যাশা পুনরায় মহাসংঘর্ষ: রিয়াল-পিএসজির দ্বৈরথে আজ ইতিহাস লিখবে কে?

অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে ৪ বাণিজ্যিক জাহাজের আগমন: নতুন সম্ভাবনার বার্তা

নিজস্ব সংবাদদাতা
  • আপডেট টাইম : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪ বার
অর্থবছরের প্রথম দিনেই মোংলা বন্দরে ৪ বাণিজ্যিক জাহাজের আগমন: নতুন সম্ভাবনার বার্তা

প্রকাশ: ২রা জুলাই, ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | আজকের খবর অনলাইন

নতুন অর্থবছরের প্রথম দিনেই বাণিজ্যিক গতিশীলতার দিক দিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিল দেশের দ্বিতীয় প্রধান সমুদ্রবন্দর মোংলা। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সকালেই বন্দরের একাধিক জেটিতে একযোগে ভিড়েছে চারটি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ। বিগত অর্থবছরের সবকটি লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জনের পর এই ঘটনাকে বন্দরের ধারাবাহিক অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

বন্দরের প্রশাসনিক সূত্র ও নৌচলাচল বিভাগের তথ্য অনুযায়ী, ১ জুলাই সকালেই সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ Kota Restu ভিড়ে বন্দরের ৫ নম্বর জেটিতে। গিয়ারলেস এ কন্টেইনার জাহাজটি নিয়ে এসেছে ২৯৯ টিইইউজ (TEUs) পণ্য। পরবর্তীতে ৬ নম্বর জেটিতে চিটাগুড় ভর্তি অবস্থায় নোঙর করে পানামার পতাকাবাহী ট্যাংকার M.T. HaiHong।

একই দিনে ৭ নম্বর জেটিতে ভিড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নিয়ে আসা সিয়েরা লিওন পতাকাবাহী জাহাজ M.V. History Eduard। আর ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রীড কোম্পানির জন্য ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে নোঙর করে M.V. D S Prosperity, যার পতাকাও পানামা।

এই জাহাজগুলো ছাড়াও বন্দরের হাড়বাড়িয়া চ্যানেলে আরও ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি জাহাজসহ পোর্ট লিমিটে মোট ১৪টি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে বলে নিশ্চিত করেছে মোংলা বন্দরের ট্রাফিক কন্ট্রোল ইউনিট। এসব জাহাজের বহনে রয়েছে চিটাগুড়, চাল, কয়লা, সার, ক্লিংকার, পাথর, এলপিজি গ্যাস এবং সিমেন্ট শিল্পের কাঁচামালসহ নানা গুরুত্বপূর্ণ আমদানিকৃত পণ্য।

বিশ্লেষকরা বলছেন, মোংলা বন্দরের সক্ষমতা, জাহাজ আসা-যাওয়ার ঘনত্ব, মালামাল খালাসের দক্ষতা এবং আন্তর্জাতিক বাণিজ্যে বন্দরের ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক প্রকল্প ও জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার সঙ্গে জড়িত জাহাজগুলোর এই বন্দরে আগমন দেশের অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বোঝাতে এক ধরনের বার্তা দিচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক মুখপাত্র জানান, “নতুন অর্থবছরের শুরুতেই এই ধরনের জাহাজ আগমন আমাদের আশাবাদী করে তুলেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের ভূমিকা শক্তিশালী করার ক্ষেত্রে মোংলা বন্দর একটি গুরুত্বপূর্ণ হাব হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে এই প্রবণতা আরও তীব্র হবে বলে আমরা বিশ্বাস করি।”

উল্লেখ্য, সম্প্রতি সরকারের পক্ষ থেকে মোংলা বন্দরের অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, যার মধ্যে রয়েছে ড্রেজিং, জেটি সম্প্রসারণ, নতুন ক্রেন স্থাপন ও বন্দর সংযোগ সড়ক উন্নয়ন। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে আগামী দিনে এই বন্দরের আন্তর্জাতিক সক্ষমতা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এইভাবে অর্থবছরের সূচনাতেই মোংলা বন্দরের কার্যক্রম কেবল একটি প্রযুক্তিনির্ভর বাণিজ্য কাঠামোর অংশ নয়, বরং দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি হিসেবেও প্রতিষ্ঠিত হতে চলেছে—যার প্রমাণ মিলেছে ১ জুলাইয়ের সকালের কর্মচঞ্চল বন্দরের দৃশ্যপটে।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫