প্রকাশ: ২৫ জুন, ২০২৫ | আজকের খবর ডেস্ক | আজকের খবর অনলাইন
ইসরাইলের সঙ্গে চলা ১২ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হওয়ার প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্য ও প্রতিরোধ বজায় রাখার জন্য ইরানি জনগণ গর্বের যোগ্য। তিনি বলেন, ‘সাধারণ মানুষের উচিত নিজেদের এই বিজয়ের জন্য গর্ববোধ করা।’
মঙ্গলবার রাতে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান আরও বলেন, দীর্ঘ ১২ দিনের এই সংঘাতের মধ্যে ইরানের সশস্ত্র বাহিনী যেভাবে চূড়ান্ত জবাব দিয়েছে, তাতে ইসরাইলি দখলদার বাহিনী অবশেষে যুদ্ধবিরতি মানতে বাধ্য হয়েছে। এই সময়ে ইরানিদের মধ্যে যে ঐক্য এবং সংহতি গড়ে উঠেছে, তা দেশের জন্য এক অমূল্য সম্পদ এবং ভবিষ্যতের জন্য তা রক্ষিত রাখা অত্যন্ত জরুরি।
তিনি দেশের এই ঐক্যকে জাতীয় সম্পদ হিসেবে আখ্যায়িত করে বলেন, ‘এই মূল্যবান ঐক্য ও সংহতির ধারাবাহিকতা বজায় রাখা আবশ্যক, কারণ এটি জাতির শক্তি ও উন্নতির ভিত্তি।’ পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, এই ঐক্য বজায় থাকলে ইরানি জাতির সামনে একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে সেই ভবিষ্যৎ নির্ভর করবে জনগণের ঐক্য অটুট রাখার ওপর।
পেজেশকিয়ান আরও দাবি করেন যে, এই সংঘাতে ইরানি সশস্ত্র বাহিনী তাদের শত্রুদের চেয়ে অনেক বেশি ক্ষতি ও আঘাত দিয়েছে। তিনি বলেন, ‘জায়োনিস্ট শত্রুর এই দুঃসাহসী কর্মকাণ্ড তাদের ওপর বিশাল খরচ চাপিয়েছে এবং এর মাধ্যমে গোটা বিশ্বের কাছে ইরানি জাতির মহত্ত্ব প্রমাণিত হয়েছে।’
বিজয়ের জন্য জনগণের অবদানকে বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিজয়ের পর যে গর্ব আমরা অনুভব করছি, তা জনগণের কারণে, তাই তাদের নিজেদের নিয়ে গর্ব করা উচিত।’
বার্তার সমাপ্তিতে পেজেশকিয়ান বলেন, ‘ইরান আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে দৃঢ়ভাবে বিশ্বাস করে। দেশের প্রতিরক্ষা ক্ষমতা মূলত মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর কল্যাণে নিবেদিত। আঞ্চলিক দেশগুলোর মধ্যে সতর্কতা ও প্রজ্ঞাই শত্রুদের বিভাজনমূলক চক্রান্ত প্রতিহত করতে পারবে।’