প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ | নিজস্ব সংবাদদাতা | আজকের খবর অনলাইন
নড়াইলের সাংবাদিক সমাজে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডভোকেট এস এম আব্দুল হককে সভাপতি এবং এম এম মাহবুবুর রশিদ লাবলুকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম ইকবাল হোসেন।
এই নির্বাচনে ২১ সদস্যের একটি শক্তিশালী কমিটি ঘোষণা করা হয়, যারা আগামী দুই বছর নড়াইলের সাংবাদিক সমাজকে নেতৃত্ব দেবেন। নতুন সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক পেশাগতভাবে ‘নিউজ টুডে’-এর প্রতিনিধি, আর সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু ‘বাংলা টিভি’-এর সংবাদকর্মী হিসেবে পরিচিত।
ঘোষিত নতুন কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনজন—অ্যাডভোকেট আজিজুল ইসলাম, এম মুনীর চৌধুরী এবং সুলতান মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আল আমিন, নন্দিতা বোস ও ইরমান হোসেন। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তফা কামাল। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন জহির ঠাকুর এবং ক্রীড়া ও সাংস্কৃতিক-বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সী আসাদুর রহমান।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন আইন-বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজু আহমেদ রাজীব, দফতর সম্পাদক নুরুন্নবী এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, হাফিজুর রহমান, কার্তিক দাস, কাজী হাফিজুর রহমান, সাইফুল ইসলাম তুহিন, মির্জা নজরুল ইসলাম ও খায়রুল আরেফিন রানা।
নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ এবং পেশাগত মর্যাদার সঙ্গে সম্পন্ন। কমিটি ঘোষণার পর প্রেসক্লাব প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন নেতৃত্বকে ঘিরে সাংবাদিকদের মধ্যে নতুন প্রত্যাশা ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন কমিটির নেতৃত্বে প্রেসক্লাব আরও সুসংগঠিত, সক্রিয় ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
নড়াইল প্রেসক্লাব দীর্ঘদিন ধরেই জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। এই কমিটির দায়িত্ব পেয়ে সভাপতি আব্দুল হক ও সম্পাদক লাবলু উভয়েই প্রতিশ্রুতি দিয়েছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে আপসহীন থাকবেন এবং সমাজে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়নে অবিচল থাকবেন।
নড়াইলের সাংবাদিক সমাজের প্রত্যাশা, এই কমিটির নেতৃত্বে প্রেসক্লাব হবে একটি কার্যকর ও সময়োপযোগী প্রতিষ্ঠান, যা শুধু গণমাধ্যম নয়, বৃহত্তর সমাজ ও রাষ্ট্রের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।