শিরোনাম :
শেখ হাসিনার বিচার শুরু হয়েছে, দলীয়ভাবেও আওয়ামী লীগের বিচার হওয়া উচিত: মির্জা ফখরুল উত্তরের অচেনা বিস্ফোরণ: লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৩, আহত ১৩ কারামুক্তির পর পর্দায় ফেরার বার্তা: ‘জ্বীন-৩’ দিয়ে ফিরলেন নুসরাত ফারিয়া জামায়াতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যাচ্ছে গুরুত্বপূর্ণ চীন সফরে জাতীয় সমাবেশে জামায়াতের বার্তা: ৭ দফা দাবিতে বড় গণসমাবেশের প্রস্তুতি বাস রুট পারমিট নিয়ে ঢাকার পরিবহন খাতে অস্থিরতা, সিদ্ধান্তহীনতায় আরটিসি বরিশালে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, অচল জনজীবন নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতি: পাকিস্তানে অভিনেত্রী হুমাইরা আসগরের পচনধরা লাশ উদ্ধার ব্যাটিং বিপর্যয়ে সিরিজ হাতছাড়া, হতাশ মিরাজ জানালেন ভবিষ্যৎ প্রত্যাশা পুনরায় মহাসংঘর্ষ: রিয়াল-পিএসজির দ্বৈরথে আজ ইতিহাস লিখবে কে?

নেতৃত্ব ছাড়লেন নাজমুল: বিসিবির অজান্তেই টেস্ট থেকেও সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক

আজকের খবর ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৬ বার
নেতৃত্ব ছাড়লেন নাজমুল: বিসিবির অজান্তেই টেস্ট থেকেও সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক

প্রকাশ: ২৮শে জুন, ২০২৫ | আজকের খবর ডেস্ক | আজকের খবর ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হঠাৎ করেই আজ টেস্ট দলের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্ত বিস্মিত করেছে দেশের ক্রিকেট প্রশাসনকেও। বিসিবি সূত্র জানায়, তারা এ সিদ্ধান্তের কথা আগেভাগে জানতো না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এসে হঠাৎ করেই এই ঘোষণা দেন শান্ত।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, এই সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত, কোনো ধরনের অভিমান বা ক্ষোভ এতে নেই। তিনি মনে করেন, একটি দলের মধ্যে তিন সংস্করণের জন্য তিন জন আলাদা অধিনায়ক থাকা দলগত ঐক্যের পরিপন্থী। দলের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমি বিশ্বাস করি, দলের উন্নয়নের জন্য নেতৃত্বে সমন্বয় থাকা প্রয়োজন। তাই নিজ থেকেই এই সিদ্ধান্ত নিয়েছি।”

এই ঘোষণা আসে এমন এক সময়ে, যখন ওয়ানডে দলের নেতৃত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে মাত্র কয়েকদিন আগে। ১২ জুন বিসিবি শান্তকে সরিয়ে ওয়ানডে অধিনায়কত্ব তুলে দেয় মেহেদী হাসান মিরাজের হাতে। সেসময় বিসিবি জানিয়েছিল, তারা এখন থেকে তিন ফরম্যাটে তিন অধিনায়ক চাইছে। কারণ ওয়ানডে দলের পারফরম্যান্সে নেতিবাচকতা দেখা দিয়েছে এবং পরিবর্তনের মাধ্যমে ফলাফলে উন্নতি আশা করছে বোর্ড।

শান্ত সে সময়ই বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনকে জানিয়েছিলেন, যদি তিন সংস্করণে তিন অধিনায়ক রাখা হয়, তবে তিনি টেস্ট দলেও অধিনায়ক থাকতে আগ্রহী নন। আজকের ঘোষণাটি যেন সেই পূর্বসিদ্ধান্তেরই আনুষ্ঠানিক বাস্তবায়ন।

তবে বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আজই শান্ত এ ঘোষণা দেবেন, সে বিষয়ে তারা জানতেন না। ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন বলেন, “আমরা ভেবেছিলাম এ বিষয়ে আরও আলোচনা হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এখনও বাকি, সফর শেষে হয়তো সিদ্ধান্ত আসবে। আজ সংবাদ সম্মেলনে ও যে ঘোষণা দেবে, তা সত্যিই আমাদের জন্য অপ্রত্যাশিত।”

সংবাদ সম্মেলনের পরেও বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, শান্তর সিদ্ধান্তকে সম্মান জানানো হবে। “তার নেতৃত্বের গুণ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। সে একজন মেধাবী অধিনায়ক। ব্যক্তিগতভাবে আমি আশাবাদী, সে ভবিষ্যতে আবার নেতৃত্বে ফিরবে,” বলেন নাজমূল আবেদীন।

দুই টেস্টের সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরে বাংলাদেশ দল যখন হতাশার মধ্যে, ঠিক সেই মুহূর্তে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা শান্তর পক্ষ থেকে বড় এক ঘটনা হিসেবে সামনে আসে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ দল ইনিংস ও ৭৮ রানে হেরেছে।

এখন প্রশ্ন উঠেছে, কে হবেন বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী অধিনায়ক? এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় বিসিবি। নাজমূল আবেদীন বলেন, “ওর সিদ্ধান্ত হঠাৎ এসেছে, এখনো নতুন কাউকে নিয়ে আমরা ভাবিনি। বোর্ডে আলোচনার পর সিদ্ধান্ত হবে।”

বাংলাদেশ টেস্ট দলের পরবর্তী সিরিজ আগামী নভেম্বর-ডিসেম্বরে ঘরের মাঠে। তার আগেই বোর্ডকে নতুন অধিনায়কের দায়িত্ব তুলে দিতে হবে কারো হাতে। তবে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, নেতৃত্বে বারবার রদবদল দলীয় মনোবলে প্রভাব ফেলতে পারে। একইসঙ্গে বোর্ডের অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতিও প্রকাশ পাচ্ছে এ সিদ্ধান্তের পূর্বপ্রস্তুতি না থাকা থেকে।

নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ক্রিকেটে এক সংযত, ধীরস্থির এবং পরিণত ব্যাটার ও নেতা হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সিদ্ধান্ত যদি একান্তই দলীয় স্বার্থ থেকে হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে বিসিবির সঙ্গে পারস্পরিক সমন্বয়ের ঘাটতিও যে বড় এক প্রশ্নচিহ্ন তৈরি করেছে, তা অস্বীকার করার উপায় নেই।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫