প্রকাশ: ১৮ জুন, ২০২৫ | আজকের খবর ডেস্ক | আজকের খবর অনলাইন
যশোর জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর মৃত্যু ঘটেছে। মৃত ব্যক্তি হলেন শেখ আমির হোসেন পারু (৬৮), যিনি বুধবার ভোর ছয়টার দিকে হাসপাতালের পাঁচ নম্বর আইসিইউ বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার জহুরপুর গ্রামের মৃত শেখ মকসেদ আলীর ছেলে।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মো. রবিউল ইসলাম তুহিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ আমির কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৫ জুন সার্জারি বিভাগে ভর্তি হন। পরে তার শ্বাসকষ্টসহ অন্যান্য উপসর্গ দেখা দেয়ায় ১৬ জুন সন্ধ্যায় তাকে সন্দেহভাজন করোনা রোগী হিসেবে মডেল ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হওয়ায় পরবর্তীতে ভোরে তিনি মারা যান।
ডা. রবিউল আরও জানান, বর্তমানে আইসিইউতে আরও তিনজন রোগী রয়েছেন, যাদের করোনা উপসর্গ দেখা দিয়েছে এবং তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসার পরই নিশ্চিত বলা যাবে তারা করোনা আক্রান্ত কি না। এছাড়াও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরেক রোগী ভর্তি আছেন, যিনি ইতোমধ্যে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত জানান, দীর্ঘদিন করোনার সংক্রমণ নিম্নমুখী থাকলেও সম্প্রতি আক্রান্তের সংখ্যা হঠাৎ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বয়স্ক ও যাদের আগে থেকেই অন্যান্য জটিল রোগ রয়েছে, তারা বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। যিনি মারা গেছেন, তার বয়সের সঙ্গে সঙ্গে জটিল রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং করোনা উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার জন্য তৎপর হওয়ার পরামর্শ দিচ্ছে।
সামগ্রিকভাবে যশোরে করোনা পরিস্থিতি উদ্বেগজনক রূপ ধারণ করেছে এবং রোগীর সুরক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকার প্রয়োজনীয়তা অপরিহার্য হয়ে উঠেছে।